১১ জানুয়ারি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় “প্রথম আইসিই অ্যালামনাই রিইউনিয়ন অ্যান্ড আইসিই ফিয়েস্তা-২০২৫।” এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে এক অনন্য মেলবন্ধন।
সকাল ১০টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রা শেষে কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে শুরু হয় মূল আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন। এছাড়াও বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল ক্যারিয়ার কানেক্ট সেশন, অ্যালামনাই কমিটি ঘোষণা, ফিয়েস্তা পুরস্কার বিতরণী, এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দেয় এবং একসঙ্গে কাজ করার নতুন প্রত্যয়ে উজ্জীবিত করে।
আইসিই বিভাগের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার এক অনন্য সুযোগ হিসেবে পরিণত হয়।